একি ফ্রেমে রাজের বর্তমান ও প্রাত্তন
টলিউডের প্রথম শারীর ডিরেক্টর-দের মধ্য রাজ চক্রবর্তী নামটা অণ্যতম। বিগত কয়েক বছরে রাজের সঙ্গে সম্পর্কে জরিয়েছে বহু টলি নায়িকা। তবে সদ্য মিমি চক্রবর্তীর সঙ্গে ব্রেকআপের পর রাজ-ফের সম্পর্কে জড়িয়ে পরে বাংলার প্রথম শারীর নায়িকা সুভশ্রীর সাথে। তবে এবার আর রাজ দেরি না করে তড়িঘড়ি করে বিয়েটা সেরেই ফেল্লো। অনেকে ভেবেছিল রাজের পরিচালনাই আর হয়ত তার প্রাত্তন মিমিকে কোন দিন দেখা যাবে না। তবে সবার গুঞ্জন ভেঙ্গে দিয়ে রাজ একি ফ্রেমে বাঁধল শুভশ্রী ও মিমিকে।
বর্তমানে একটি বহুজাতিক কোম্পানীর প্রচার মূলক ভিডিও বানানোর দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন রাজ্য আর সেই ভিডিওতেই দেখা যাবে মিমি ও শুভশ্রীকে গানের তালে কোমর দোলাতে। তবে এই ভিডিওর আরও বড় একটি চমক রয়েছে। এই প্রথমবার রাজের পরিচালনায় কোন মিউজিক ভিডিওতে নাচতে দেখা যাবে বাংলার দাদা সৌ্রভ গাঙ্গুলিকে। আমরা সবাই অপেক্ষায় রইলাম এই ভিডিও রিলিসের জন্য।