আবার বাহুবলী থ্রি, পরিবর্তন মুখ্য চরিত্রের।
- বাহুবলী সিরিজের প্রথম দুটি ছবি ইতিমধ্যে সারা বিশ্বে ঝড় তুলেছে।সুতরাং এর তৃতীয় পর্বের জন্য অগণিত মানুষ অধীর অপেক্ষায় রয়েছে তা স্বাভাবিক।তবে সত্যিই কি আসতে চলেছে বাহুবলী ৩?
- সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে রাজামৌলি ঘোষণা করেন বাহুবলী থ্রী এর।তবে এই ছবি বড় পর্দায় আর দেখা যাবে না।এটি নির্মিত হচ্ছে নেটফ্লিক্স এর জন্য।
- কিছুদিন আগেই নেটফ্লিক্স থেকে ঘোষণা করা হয়েছে বাহুবলি তৃতীয় পর্বের নাম বাহুবলী বিফোর দ্য বিগিনিং।এবং তারা এটি ঘোষণা করেন এর দুই পরিচালক দেব কাটা ও সাঁতারু এবং প্রযোজক প্রসাদ দেবিনেনির উপস্থিতিতে।
- মূলত এই ছবির গল্প শিবগামির চরিত্র ঘিরেই।তারই উত্থান এবং প্রতিপত্তি নিয়ে এই ছবি।এই ছবিতে শিবগামি চরিত্রে দেখা যাবে ছোটপর্দার খুব পরিচিত মুখ ভ্রুনাল ঠাকুরকে।
- নেটফ্লিক্স থেকে এও জানা গেছে এই ছবিতে আরও দুই জনপ্রিয় অভিনেতা রাহুল বোস অতুল কুলকার্নি কে দেখা যাবে।এছাড়াও অনুপ সোনি জামিল খান প্রমুখ এঁরা থাকবে।
- পরিচালক দেব কাটা জানিয়েছে ২০১৯ এ নেটফ্লিক্সে বাহুবলী রিলিজ হবে ।তবে এখনো কোনো নির্দিষ্ট তারিখ জানায়নি।
[যদি প্রতিবেদনটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার কমেন্ট ও লাইক করতে ভুলবেন না।]