অসুস্থতায় কাতরাচ্ছেন সুশান্ত, পাশের ঘরে পার্টিতে মত্ত রিয়া, বেড়িয়ে এল চাঞ্চল্যকর
গত ১৪ই জুন নিজের বাড়িতে আত্মহত্যা করেছেন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত। আর তারপর থেকেই শুরু হয়েছে শোরগোল সারা দেশজুড়ে। লক্ষ লক্ষ মানুষের উষ্মা গিয়ে পড়েছে সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীর ওপর। শুধু তাই নয়, সুশান্তের বাবা সহ তার দুই দিদিও রিয়ার নামে মামা করেছেন বিহার থানায়।
ইতিমধ্যেই সিবিআই এবং ইডি দুই সংস্থা মিলে তদন্ত করছে এই কেসের। তবে এর মধ্যেই সুশান্তের প্রাক্তন গাড়ি চালক ধীরেন একটি সংবাদমাধ্যমে জানালেন নতুন তথ্য। তিনি বলেন সবসময়ই সুশান্তের ওপর জোর খাটানোর চেষ্টা করতেন রিয়া। নিজের সমস্ত ইচ্ছেকে চাপিয়ে দিতেন সুশান্তের ওপর। এই নিয়ে তাদের মধ্যে ঝগড়াও হত। সুশান্তের অফিসের কর্মচারীদের নিজের ইছেমতো নিয়োগ করতেন রিয়া। তবে এরপরেই সবথেকে মারাত্মক কথাটি বলেন তিনি।
ধীরেন জানন, মাঝেমধ্যে সুশান্ত অসুস্থতায় কাতরালেও পাশের ঘরে পার্টিতে মজে থাকতেন রিয়া। সুশান্তের টাকা পয়সাই ছিল তাঁর একমাত্র লক্ষ। সুশান্তের বা তার পরিবারের ওপর কোন দায়বদ্ধতা ছিলনা রিয়ার। এমনিতেই সুশান্তের মৃত্যুর পর থেকেই রিয়া বাজেভাবে ফেঁসে যাচ্ছেন তারওপর ধীরেনের এই উক্তি তাঁকে আরো কিছুটা ব্যাকফুটে ঠেলে দিল।
আরও পড়ুন:অঙ্কিতার ফ্ল্যাটের EMI দিচ্ছিলেন সুশান্ত! রিয়ার দাবি কি সত্যি?
[যদি প্রতিবেদনটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার কমেন্ট ও লাইক করতে ভুলবেন না।]