কেন এতো অবসাদ! সুশান্তের মৃত্যুর পরেই সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই বেড়িয়ে আসছে নানা অজানা তথ্য। রাজনীতি এবং হিংসা যে বলিউডে কোন উচ্চতায় যেতে পারে তা নয় হয়তো কোন ধারণাই থাকতো না যদি না এই ঘটনাগুলো সামনে আসতো। কেরিয়ারের প্রথম দিকে যশ রাজ ফিল্মসের সঙ্গেও চুক্তিবদ্ধ ছিলেন অভিনেতা সুশান্ত। এরজন্য তাঁকে দিতে হয়েছিল মাশুল।
সঞ্জয় লীলা বনসলি ‘রামলীলা’ ছবিটির জন্য চেয়েছিলেন সুশান্তকে। কিন্তু সেই অনুমতি দেওয়া হয়নি। অন্যদিকে চুক্তিবদ্ধ থাকা অবস্থাতেও সুযোগ দেওয়া হয় রণবীর কাপুরকে। এরপরেও ‘বেফিকরে’ ছবিটির ক্ষেত্রে একই ঘটনা ঘটে। স্বজনপোষনের এর থেকে বড় উদাহারণ হয়তো আর হয়না। এর পরে সুশান্তের ‘পানি’ ছবিতে কাজ করার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে যশ রাজ এই ছবি থেকে হাত তুলে নিলে চুক্তি থেকে বেড়িয়ে আসেন সুশান্ত।
তার জন্যেও চরম মূল্য চোকাতে হয়েছিল তাঁকে। বিগত দেড় বছর কোনো বলিউড পার্টিতে ডাকা হতনা তাঁকে। সেই সঙ্গে ‘ছিঁছোড়ে’ হিট হওয়া সত্ত্বেও কাজ হারাচ্ছিলেন তিনি। ফলে ক্রমেই ভুগছিলেন অবসাদে। এর থেকেই ধীরে ধীরে নিজের কেরিয়ারকে নিয়ে দুর্ভাবনা গ্রাস করে তাঁকে। যার ফলে হয় এই মৃত্যু।
আরও পড়ুন: স্বজনপোষণের কোপেই নাকি এই ছবিগুলি সুশান্তর কাছ থেকে চলে যায় অন্য নায়কের কাছে
[যদি প্রতিবেদনটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার কমেন্ট ও লাইক করতে ভুলবেন না।]