দিলীপ ঘোষের উপর প্রহারের বিরুদ্ধে হরিনাভি পথ অবরোধ ও বিক্ষোভ মিছিল।
এক দলীয় কর্মসূচিতে যোগদান করতে যাওয়ার সময় বিজেপি রাজ্যসভার সভাপতি শ্রী দিলীপ ঘোষ মহাশয় গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয়।এই ঘটনাটি বৃহস্পতিবার দুপুর বেলায় কালা চিনির পথের ঘটে।

এবং শোনা যায় এই ঘটনার জেরে দীলিপবাবুর কনভয় প্রায় দু’ঘণ্টা রাস্তায় আটক হয়ে থাকে।এবং কালো পতাকা ও দেখানো হয়।

এই ঘটনার প্রতিবাদে সরব হয়ে সোনারপুর দক্ষিণ বিধানসভা 2 নম্বর মণ্ডলের সভাপতি তমাল চৌধুরীর নেতৃত্বে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।এবং তারা হরিনাভি তে বেশ কিছুক্ষন পথ অবরোধ করে।
[যদি প্রতিবেদনটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার কমেন্ট ও লাইক করতে ভুলবেন না।]