সঞ্জয় দত্তের স্টেজ-৩ ক্যানসার, যাচ্ছেন আমেরিকা
অভিনেতা সঞ্জয় দত্তের ফুসফুসে ক্যানসার ধরা পড়ল। জানা গিয়েছে ক্যানসার তৃতীয় পর্যায় বা থার্ড স্টেজে পৌঁছে গিয়েছে। চিকিৎসার জন্য শীঘ্রই তাঁকে আমেরিকা নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। দিন কয়েক আগেই গুরুতর অসুস্থ অবস্থায় মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হয় বছর ৬১-র এই অভিনেতাকে। প্রথমে মনে করা হয় করোনার কারণে তাঁর শ্বাসকষ্ট হচ্ছিল কিন্তু টেস্ট নেগেটিভ আসে। তারপরই এদিন রাত্রে ক্যানসারের কথা প্রকাশ্যে এল।
অভিনেতা শেখর সুমনের ছেলে আদিত্য সুমন টুইট করেন সঞ্জয় দত্তের ক্যানসারে খবর জানিয়ে। সেখানে আদিত্য লেখেন, সঞ্জয় স্যারের ক্যানসার ধরা পড়েছে। তাঁর আরোগ্য কামনাও করেন আদিত্য।
শনিবার লীলাবতী হাসপাতালে ভর্তি হন। করোনা টেস্ট নেগেটিভ আসে ও সেই সঙ্গে তিনি কিছুটা সুস্থ বোধ করলে সোমবার হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। এর পর গতকাল, মঙ্গলবার তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, “কিছু চিকিৎসার কারণে কাজ থেকে আপাতত সামান্য বিরতি নিচ্ছেন। পরিবার, বন্ধুরা সঙ্গে আছে, চিন্তার কিছু নেই। দ্রুত তিনি আবার কাজে ফিরবেন”। কিন্তু সেই পোস্টের কয়েক ঘণ্টা পরেই ক্যানসারের কথা সামনে এল।
— Sanjay Dutt (@duttsanjay) August 11, 2020
Sanju sir diagnosed with lung cancer 🙁 #sanjaydutt get well soon sir 🙏 this year why u doing this ?
— adhyayan summan (@AdhyayanSsuman) August 11, 2020
আরও পড়ুন :আত্মীয়ের নামে হোয়াটসঅ্যাপ, লোপাট আট লক্ষ টাকা
[যদি প্রতিবেদনটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার কমেন্ট ও লাইক করতে ভুলবেন না]