সুশান্তের সিমকার্ড সংক্রান্ত চাঞ্চল্যকর তথ্য জানালো বিহার পুলিশ
বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই উঠে আসছে নানারকম চাঞ্চল্যকর তথ্য। সম্প্রতি জানা গেছে মৃত্যুর কিছুদিন আগে অবধি একাধিকবার নিজের সিমকার্ড বদলেছেন সুশান্ত। তবে একটাও সিম তিনি নিজের নাম নেননি নিয়েছেন নিজের রুমমেটের নামে।
সম্প্রতি বিহার পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, ”সুশান্তের একাধিক ফোন নম্বরের একটিও তাঁর নিজের নামে রেজিস্টার করা নেই। এখন আমরা ওই নম্বরগুলি থেকে কল ডিটেলস খতিয়ে দেখতে চাই। ইতিমধ্যেই এই কাজ আমরা শুরু করে দিয়েছি।”
বিহার পুলিশের তরফে আরো জানানো হয়েছে, ”গত ৮ জুন মৃত্যু হয় সুশান্তের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের। এবিষয়ে আমরা দিশার পরিবারকে জিজ্ঞাসাবাদ করতে চাই। যদিও আমরা এখনও পর্যন্ত দিশার পরিবারের সঙ্গে যোগাযোগ করে উঠতে পারিনি। তবে খুব শীঘ্রই জিজ্ঞাসাবাদ করব।”
আরও পড়ুন:কোটি কোটি টাকা আত্মসাৎ, সুশান্তের দেহরক্ষী বদল: রিয়ার বিরুদ্ধে আর যা যা মারাত্মক অভিযোগ এফআইআর-এ
[যদি প্রতিবেদনটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার কমেন্ট ও লাইক করতে ভুলবেন না।]